রুবেল মাদবর,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
লৌহজং উপজেলার উত্তর মেদিনীমন্ডল খান বাড়ী এলাকা থেকে বৃহস্পতিবারভোর রাত সাড়ে ৩টায় ৭ শত ৮৮বোতল ভারতীয় ফেনসিডিল সহ মাদক সম্রাট মুকবুল (৪৫) নামে এক ব্যক্তিকে এলাকাবাসীর সহযোগিতায় আটক করে লৌহজং থানা পুলিশ। তবে জড়িত কোন ব্যাক্তিকে আটক করতে পারেনি। সে উপজেলার মেদিনীমন্ডল গ্রামের মৃতু হাকিম মুন্সীর ছেলে।সরেজমিনে গিয়ে জানা যায়,খানবাড়ী এলাকায় বকুলের বাড়ী সংলগ্ন পদ্মাসেতু টোল প্লাজা হইতে মাদ্রাসা সড়ক মোড়ে ,কিছু লোকের আনাগোনাসহ মালামাল আনলোড করার শব্দ পেয়ে বাড়ীর ভেতর থেকে লোকজন জানতে চাইলে তাদের কে ধমক দিয়ে চুপ থাকতে বলে এমতবস্থায় ওই বকুলের বাড়ী থেকে মোবাইল ফোনের মাধ্যমে জানানো হয় আমার বাড়ীতে ডাকাতির প্রস্তুতি চলছে।সাথে সাথে মাদ্রাসা ও মসজিদের মাইকে ঘোষণা করাহয়, এলাকায় ডাকাত পরেছে সকলেই প্রস্তুত হউন।এ ঘোষণায় এলাকাবাসীও সেনাবাহিনীর টহল দলএগিয়ে এলে ৭শত ৮৮বোতল ভারতীয় ফেনসিডিল একটি লাগজারী র্ট্চলাইট ও চারটি মোবাইল ফোন সেটসহ মাদক স¤্রাট মুকবুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।পুলিশ ধারণা করছে মুকবুল মেদিনীমন্ডল খান বাড়ীএলাকায় মাওয়া উদ্দ্যেশে গাড়িতে করে ভারত বর্ডার এলাকা হয়ে নিয়ে আসা নিষিদ্ধ ফেনসিডিল তার নিজ বাড়িতে নেয়ার পথে আটক হন। পুলিশ আরো জানা , ঢাকার-দক্ষিনের ৩/৪ জেলা শহড় সহ মাওয়া অঞ্চল এলাকায় সবচেয়ে বড় মাদক সম্রাট এই মুকবুল। যার নামে থানায় একাধিক মামলা রয়েছে!