মোঃ শাহিনুর রহমান ডিমলা প্রতিনিধি :
নীলফামারীর ডিমলায় ক্রেতা সেজে
মোবাইল চুরি করে পালানোর সময় জনতার হাতে মো: নয়ন ইসলাম (২২) নামের এক যুবক
আটক হয়েছে। আটককৃত মোবাইল চোর জেলার ডোমার উপজেলার বামুনিয়া
ইউনিয়নের খামাত পাড়া গ্রামের মোজাম্মেল হকের পুত্র।বৃহস্পতিবার ( ৯ফেব্রুয়ারী )
সন্ধা ৭টায় উপজেলা পরিষদ সংলগ্ন বিপনী বিতান মার্কেট মর্নিং সান টেলিকম হতে
ক্রেতা সেজে মোবাইল ফোন দেখতে-দেখতে একটি দামী মোবাইল হাতে নিয়ে দ্রুত
পালিয়ে যাওয়ার সময় যুবককে জনগণ আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
মর্নিং সান টেলিকমের মালিক মো: নূরআলম জানায় বাজারে আসা নতুন মডেল ঙচচঙ
৩৭ মোবাইল যাহার বাজার মূল্য ১৪৯০০/-টাকা, আমার দোকানে শো-গেলারীতে রাখা ছিল,
এই মোবাইলটি নিয়ে তার সাথে আশা বাহিরে সঙ্গীর হাতে পার করে দিয়ে সে অন্য
দিকে পালাতে চেষ্টা করে।দৌড়ে পালিয়ে যাওয়ার সময় যুবককে জনগণ আটক করে পুলিশের
হাতে তুলে দিয়েছে।বিষয়টি ডিমলা থানার সেকেন্ড অফিসার মো: শাহাবুদ্দিন
আহম্মেদ নিশ্চিত করে বলেন সে হয়তো একা আসেনি তার সাথে আরো সহযোগী
ছিল, তাকে আটক করে ডিমলা থানার জেল হাজতে রাখা হয়েছে।