ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি::
জাতীয় সংসদ উপ-নির্বাচনে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ শুণ্য আসনে নিহত এমপি
মঞ্জুরুল ইসলাম লিটনের পতœী জেলা মহিলা আ’লীগের যুগ্ম আহবায়ক সৈয়দা খুরশিদ
জাহান স্মৃতিকে মনোনয়ন দেয়ার দাবীতে সংবাদ সম্মেলন করেছেন আ’লীগ, যুবলীগ ও
অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার সুন্দরগঞ্জ অগ্রণী ব্যাংক শাখার সাবেক হলরুমে আয়োজিত সংবাদ
সম্মেলনে বক্তব্যে যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল আলম রেজা বলেন- সুন্দরগঞ্জের চলমান
উন্নয়নের ধারা অব্যাহত রাখাসহ দলকে সুসংহত রাখতে দুর্বৃত্তদের গুলিতে নিহত সরকার
দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের উত্তরসুরি হিসেবে তার পতœী সৈয়দা খুরশিদ জাহান
স্মৃতির বিকল্প নেই। তাই আগামী ২২ মার্চ অনুষ্ঠিতব্য সংসদ উপ-নির্বাচনে আ’লীগ
দলীয় মনোনয়ন তারই প্রাপ্য। এক্ষেত্রে উপ-নির্বাচনে এমপি লিটনের পতœীকে দলীয়
মনোনয়ন দেয়ার জন্য আ’লীগ দলীয় প্রধান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট
তিনি জোর দাবী রাখেন। এছাড়া সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আ’লীগ
নেতা ও ইউপি চেয়ারম্যান বদিরুল আহসান সেলিম, নাসরিন সুলতানা, মিজানুর রহমান
মিঠু, সদরুল ইসলাম, আলমগীর সরকার, রুহুল আমিন হিরু, কামরুজ্জামান কামরুল,
সাইফুল ইসলাম, ছাবেদ আলী প্রমুখ।