মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধি ॥
নীলফামারীর ডিমলায় জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় সহিদুল ইসলাম (৩০) নামে এক
কৃষক নিহত হয়েছে। তিনি নাউতরা ইউনিয়নের পুর্ব সাজতান গ্রামের আব্দুল
গনির পুত্র। এ ঘটনায় শুক্রবার সকাল ১১টায় দুই ভাইকে পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন একই গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র দুলাল হোসেন (২১) ও
রহুল আমিন (১৮)।
এলাকাবাসী সুত্রে জানা যায়, পুর্ব সাতজান গ্রামের মৃত নশমুদ্দিন মুন্সির পুত্র
আব্দুর রাজ্জাক ও আব্দুল গনির মধ্যে দীর্ঘদিন থেকে জমি নিয়ে দ্বন্দ চলে আসছিল।
আব্দুল রাজ্জাকের ১৫ শতাংশ জমি আব্দুল গনি নিকট বিক্রি করে। বৃহস্পতিবার উক্ত
জমিতে আব্দুর রাজ্জাকের পরিবার জোর করে চাষ করে ধানের চারা রোপন করতে গেলে
উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় আব্দুল গনির পুত্র সহিদুল ইসলাম, আলমগীর
হোসেন (২৮) ও আব্দুুর রাজ্জাকের পুত্র আব্দুর নুর (২৫) আহত হয়। সহিদুল ইসলাম ও
আলমগীর হোসেনকে ধারালে অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে সঙ্গা হারিয়ে
ফেলে। আহত ২ ভাইকে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
করেন। অপরদিকে আব্দুল নুরকে ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়।
রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে সহিদুল ইসলাম মৃত্যুবরন
করেন। রংপুর কোতয়ালী থানায় জিডি নং-৬০৩ মুলে শুক্রবার দুপুরে সহিদুল ইসলামের
লাশ ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে। সহিদুল ইসলাম নিহত হওয়ার পর ডিমলা থানার
উপ-পরিদর্শক শাহাবুদ্দিন পুর্ব সাতজান গ্রামে গিয়ে ২ ভাইকে গ্রেফতার
করেছে। ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোেেসন বলেন, এখনও (বিকেল ৪টা
পর্যন্ত) থানায় কোন মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি নিচ্ছে পরিবারটি।