নাটোর ব্যুরো অফিস:
আজ শনিবার নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও পিকআপভ্যানের সংর্ঘষে
পিকআপভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন আহত হয়েছেন আরো ৭ জন। ভোর
৫ টার দিকে (বনপাড়া-হাটিকুমরুল) মহাসড়কের শ্রীপুর আইড়মারী ব্রীজ
এলাকায় নূরে আলম ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া গ্রামের আব্দুল
হাকিমের ছেলে শহীদ (৩৭) অপরজন ফুলচাঁন (৪০)।
আহত সাত জনের মধ্যে দুই জনের নাম জানা গেছে। তারা হলেন-
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাকুয়াদিঘি গ্রামের হারু মোল্লার ছেলে
সায়েদুল্লাহ মোল্লা (৫৫) ও গাজীপুর জেলার কোনাবাড়ি এলাকার রফিক উদ্দিন
(৪৬)। এদের মধ্যে রফিক উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক। বনপাড়া হাইওয়ে থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শামসুন্নুরের বরাতদিয়ে, গাজীপুর
থেকে ৮ থেকে ১০ জন একটি পিকআপভ্যানের করে বড়াইগ্রাম উপজেলার
রাজাপুরের মাছের আড়তের উদ্দেশে বের হন।
পথে পিকআপভ্যানটি শ্রীপুর আইড়মারী ব্রীজ এলাকায় নূরে আলম ফিলিং
স্টেশনের সামনে দাঁড়িয়ে ছিল। এসময় একটি ট্রাক এসে পিকআপটিকে
ধাক্কা দেয়।
এতে পিকআপভ্যানটি দুমড়ে যায় এ ঘটনায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু
হয়। আহতদের উদ্ধার করে বনপাড়া আমেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তব্যরত
চিকিৎসক।