হায়দরাবাদ টেস্টের তৃতীয় দিনে সাকিব আল হাসানের হাফ সেঞ্চুরিতে ভর করে সফরকারীদের সংগ্রহ ৬ উইকেটে ২৩৯ রান।
দিনের শুরুটা ভাল না হলেও সাকিব আর মুশফিক জুটি অপরাজিত থেকে ফলোঅন এড়ানোর আশা দেখায়। এসময় ১০৭ রানের পার্টনারশিপ গড়েন তারা। ব্যক্তিগত ৮২ রানে অশ্বিনের বলে উমেশ যাদবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব। সাকিবের পরেই সাব্বির রহমানকে এলবি ডব্লিউ করে প্যাভিলিয়নে ফেরান রবীন্দ্র জাদেজা।
এর আগে দিন শুরুতে এক উইকেটে দলীয় ৪১ রান নিয়ে খেলতে নামে তামিম ও মুমিনুল। দিনের তৃতীয় ওভারে ভুবনেশ্বর কুমারের চতুর্থ বলে দ্বিতীয় রান নিতে গিয়ে ভুল বোঝাবুঝিতে রান আউট হন তামিম ইকবাল।
৫৩ বলে তিন চারে ২৪ রান করেন বাঁহাতি এ ওপেনার। এরপর মুমিনুলও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। মাত্র ১২ রানে উমেশ যাদবের এলবিডব্লিউর শিকার হন তিনি। আর ২৮ রান করে আউট হন মাহমুদউল্লাহ। এরপরই সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম দলের হাল ধরে দু’শর ঘরে নিয়ে যান।