সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জে প্রেমিকার আত্মহত্যার পর প্রেমিকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার
রাত ৮টায় সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত প্রেমিক- প্রেমিকারা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর উত্তরপাড়া মহল্লার
মুকুল হোসেনের মেয়ে মুক্তা খাতুন (১৯) ও রেলওয়ে কলোনির নুরনবীর ছেলে রাব্বী
হোসেন সজিব (২২)। সিরাজগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আরজু আহমেদ বলেন,
রাব্বীর সঙ্গে মুক্তার দীর্ঘদিনের প্রেম চলছিল। বিষয়টি জানাজানি হলে মুক্তার বাবা তাকে
অন্যত্র বিয়ে দেন। বিয়ে হলেও সে তার স্বামীর বাড়িতে যায়নি।
এরপরও মুক্তা গোপনে রাব্বীর সঙ্গে প্রেম চালিয়ে যায়। বিষয়টি আবারও জানাজানি হলে
মুক্তাকে শ্বশুর বাড়িতে পাঠাতে পরিবার চাপ সৃষ্টি করে। এতে ক্ষুব্ধ হয়ে মুক্তা শনিবার
রাতে গোপনে প্রেমিকের সঙ্গে দেখা করতে যায়।
এরপর দুজনে দেখা করে বাড়িতে ফিরে আসে। মুক্তা বাড়িতে গিয়ে বিষপান করে গুরুতর
অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে রাব্বী তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে
আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. শামীম তাকে মৃত ঘোষণা করেন। প্রেমিকার মৃত্যু
সইতে না পেরে প্রেমিক রাব্বীও রাত ৯টায় বিষপানে আত্মহত্যা করেন। এ ঘটনায়
এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সিরাজগঞ্জ সদর হাসপাতালের ডিউটিরত
চিকিৎসক ডা. শামীম হোসেন প্রেমিক যুগলের মৃত্যুর নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, যুগলের
আত্মহত্যার খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে।