অনলাইন ডেস্কঃ
জামিন পেলেন বাংলাদেশ প্রতিদিন এবং বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) সাভার প্রতিনিধি সাংবাদিক নাজমুল হুদা। প্যান্ট চুরির অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন তিনি। তার বিরুদ্ধে দায়ের করা মোট ছয়টি মামলায়ই জামিন পেয়েছেন তিনি।
রোববার ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম কুদ্দুজ জামান জামিন আবেদন মঞ্জুর করেন।
নাজমুল হুদার আইনজীবী তুহিন হাওলাদার বলেন, আশুলিয়া থানায় দায়ের করা প্যান্ট চুরির মামলায় জামিনের আবেদন করেন তারা। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন। নাজমুলের বিরুদ্ধে মোট ছয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হলে এর আগে ৫টি মামলায় জামিন পান তিনি। আর বাকী একটি মামলার জামিন পেয়েছেন আজ রোববার।
তাই এ মামলায় মুক্তি পেতে তার কোন বাধা নেই বলে জানান নাজমুলের আইনজীবী তুহিন হাওলাদার।
গেলো ২৪ ডিসেম্বর সাভারের আশুলিয়ায় গার্মেন্টস কর্মীদের ধর্মঘটের খবর সংগ্রহের কারণে সাংবাদিক নাজমুল হুদাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে কম্পিউটার ও মোবাইল ফোনও জব্দ করা হয়। পুলিশের অভিযোগ, প্রতিবেদনে মিথ্যা তথ্য দিয়ে গার্মেন্টস কর্মীদের ধর্মঘটকে উৎসাহিত করেছেন তিনি।