মাহমুদুল্লাহ ১১ রানে ব্যাট করছেন। তার সঙ্গে অপর প্রান্তে থাকা নতুন ব্যাটসম্যান মুশফিকুর রহিম এখনও রানের খাতা খুলতে পারেননি।
এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৮ রান।
এর আগে আগের দিন অপরাজিত থাকা বাংলাদেশের দুই ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসান সোমবার সকালে ফের ব্যাট করতে নামেন। তবে আগের দিন ২১ রানে অপরাজিত থাকা সাকিব এদিন আর মাত্র ১ রান করেই ফিরে যান।
ম্যাচ জিততে ভারতের দেওয়া ৪৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৩ রান তুলে রোববার চতুর্থ দিনের খেলা শেষ করে সফরকারীরা।
পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। ইনিংসের ষষ্ঠ ওভারে দলীয় ১১ রানে অশ্বিনের বলে তামিম বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলে সফরকারীদের প্রথম উইকেটের পতন হয়। তামিম করেন ৩ রান।
এরপর দ্বিতীয় উইকেট জুটিতে সৌম্য ও মুমিনুল ৬০ রান তুলে দলকে এগিয়ে নিচ্ছিলেন। দলীয় ৭১ রানে সৌম্যকে ফিরিয়ে এই জুটি ভাঙ্গেন ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা। স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে সৌম্য করেন ৪২ রান।
এর আগে প্রথম ইনিংসে ২৯৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ফের ব্যাট করতে নামে ভারত। চেতেশ্বর পূজারার অর্ধশতকে ৪ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলার পর ইনিংস ঘোষণা করেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এতে ভারতের লিড বেড়ে দাঁড়ায় ৪৫৮ রানে। আর জয়ের জন্য ৪৫৯ রানের লক্ষ্য পায় মুশফিকুর রহিমের দল।
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার শুরু হওয়া ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তার দ্বিশতক এবং মুরালি বিজয় ও ঋদ্ধিমান সাহার জোড়া শতকে ভর করে প্রথম ইনিংসে ৬৮৭ রানের পাহাড় দাঁড় করায় স্বাগতিকরা।
প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ৩টি, মেহেদি হাসান মিরাজ ২টি ও তাসকিন আহমেদ একটি উইকেট শিকার করেন।
ভারতের ৬৮৭ রানের জবাবে প্রথম ইনিংসে সবক’টি উইকেট হারিয়ে ৩৮৮ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। দলের পক্ষে মুশফিকুর রহিম সর্বোচ্চ ১২৭ রান করেন। এছাড়া সাকিব আল হাসান ৮২ ও মেহেদি হাসান মিরাজ ৫১ রান করেন।