আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর
উপজেলার আক্ধসঢ়;চা ইউনিয়নে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫টি
ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার বিকেলে ওই ইউনিয়নের
দক্ষিণ বঠিনা গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, রবিবার বিকেল ৫টার দিকে দক্ষিণ বঠিনা গ্রামে
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের
মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়লে ৮টি পরিবারের ১৫টি ঘর পুড়ে
ছাই হয়ে যায়। খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ১টি
ইউনিয়ন প্রায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থ সুবাশ চন্দ্র সহ বেশ কয়েকজন বলেন, আগুনে ৮টি
পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্র, নগদ টাকা, ধান-চাল, ইলেকট্রনিক্স
জিনিসপত্র, হালের গরু সহ প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
আক্ধসঢ়;চা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন বলেন,
খবর পাওয়ার পর আমি সহ ইউপি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
এসময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ৩০ কেজি
চাল ও নগদ ৩ হাজার টাকা দেওয়া হয়েছে।