জামালগঞ্জ(সুনামগঞ্জ)প্রতিনিধি ::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিসিআইসির সার ডিলার আলাউদ্দিনের বিরুদ্ধে
অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার বিকেলে সাচনা বাজার ইউনিয়নের
শতাধিক কৃষক স্বাক্ষরিত লিখিত অভিযোগটি জেলা প্রশাসক ও জেলা সার ও বীজ
মনিটরিং কমিটির সভাপতির নিকট দাখিল করেন। অনুলিপি উপ পরিচালক কৃষি
সম্প্রাসারন অধিদপ্তর সুনামগঞ্জ, উপজেলা নির্বাহী অফিসার জামালগঞ্জ, উপজেলা কৃষি
অফিসার জামালগঞ্জ, চেয়ারম্যান সাচনা বাজার ইউপি পরিষদ। লিখিত অভিযোগ থেকে
জানাযায়, সাচনা বাজার ইউনিয়নে ২জন বিসিআইসি সার ডিলারের মধ্যে পূনাঙ্গ
সার ডিলার পূজা এন্টারপ্রাইজ এবং আংশিক সার ডিলার আলাউদ্দিন আহমেদ। সাচনা
বাজার ইউনিয়নটি রক্তী নদীর কারণে দু ভাগে বিভক্ত হওয়ায় নদীর পশ্চিম পাড়ে ৪টি ওয়ার্ড,
পূর্ব পাড়ে ৫টি ওয়ার্ড ও একটি বড় বাজার রাম নগর থাকার সত্বেও আলাউদ্দিনের সার
ডিলার ওই বাজারে না রেখে তার নিজ স্বার্থে সাচনা বাজারে পূজা এন্টারপ্রাইজের
পাশে অবস্থান করছে। নিজ এলাকা ছেড়ে সাচনা বাজারে এসে প্রায় ১০ কিমি দুর
থেকে এ সার সংগ্রহ করতে সাধারন কৃষক গণ হিমশিম খাচ্ছে। মের্সাস আলাউদ্দিন
বিসিআইসির ৬নং ওয়ার্ডের খুচরা বিক্রতাও বটে। তার নিজ নামে, ভাইয়ের নামে
এমনকি স্ত্রীর নামে ৩টি বিএডিসির বীজ ও সার ডিলার এবং ৩টি কীটনাশক ও ২টি
বিস্ফোরক জ্বালানী তেল বিক্রয়তা, একই ঘরে গোদামজাত করে আসছে। সরকারী নিয়ম
অনুযায়ী পঞ্চাশ মেট্রিটন ধারণ ক্ষতাসম্পন্ন দোকান ঘর থাকার কথা থাকলেও সে নিয়ম
নীতি তুয়াক্কা না করে একই ঘরে সকল মাল গুদাম জাত করে। অভিযোগ সুত্রে আর জানাযায়
জুলাই ১৬ থেকে ডিসেম্বর ১৬ পর্যন্ত তার নামে বরাদ্দ ইউরিয়া সার উত্তোলন করেন নাই।
মাঝে মধ্যে কিছু জায়গা হতে ৫ থেকে ১০ টন সার ক্রয় করে মাসে মাসে অফিসের
পরিদর্শনের কাজ টুকু করিয়ে নেয়। বিবাড়ীয়ার আশুগঞ্জ উত্তোলন কৃত সার মেল গেইটে
কালোবাজারে বিক্রয় করে দেয়। আর খুচরা বিক্রেতাদের কাছে চড়া দামে বিক্রয় করে।
ইউনিয়ন বাসীর পক্ষে অভিযোগকারীরা হচ্ছে কৃষক মো. মুক্তার হোসেন, ইউনুস আলী,
মনফর আলী, নিজাম উদ্দিন, সিরাজুল ইসলাম, আমিরুল হক, এনামুল হক, নুরুল হক প্রমূখ
বলেন, ১,২,৩,৪,৫ নং ওয়ার্ডে দূনীতি করে কালবাজারে সার বিক্রয়তা আলাউদ্দিনের বিচার
প্রার্থনা করি। এব্যাপারে আলাউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কিছু
দিন জেল খেটেছি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাখিল করেছে। জামালগঞ্জ উপজেলা
নির্বাহী অফিসার প্রসূন কুমার চক্রবর্তী বলেন, তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।