বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের লেবার পার্টির সংসদ সদস্য (এমপি) ও ছায়া মন্ত্রীসহ ১০ সদস্যের প্রতিনিধিদল।
আজ সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিনিধি দলের সদস্যরা।
যুক্তরাজ্যের প্রতিনিধিদলে ছিলেন বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ লেবার পার্টির সংসদ সদস্য ও ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ড. রুপা হক, ছায়া স্বাস্থ্যসচিব জনাথন এসওয়ার্থ এবং সাবেক মন্ত্রী ও চিফ হুইপ ড্যামি রোজিসহ এলএফবির তিনজন নির্বাহী সদস্য এবং চারজন ব্যবসায়ী।
এ সময় বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে যুক্তরাজ্যকে আরো সহায়তার আহ্বান জানান খালেদা জিয়া। এ ছাড়া দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ আলোচনা হয় বলে জানান বৈঠকে উপস্থিত বিএনপি নেতারা।