মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের জেলা সদরের প্রাণ কেন্দ্রে অবস্থিত শিশুদের চিত্ত-বিনোদনের একমাত্র বিনোদন
কেন্দ্র শিশু উদ্যান ( প্রিন্সেস চাতাল) এ প্রকাশ্যে অনৈতিক কাজকর্ম
চলছে। এখানের জেলার প্রত্যন্ত অঞ্চলসহ দুর-দুরান্তের দর্শণার্থীরা বিনোদনের
জন্য ঘুরতে আসেন। কিন্তু বিনোদনের নামে চলছে অশ্লীলতায় ভরপুর। শিশু
উদ্যানের বিশাল পুকুরের ধারে আড়ালে স্কুল কলেজের ছাত্র/ছাত্রী সহ উঠতি
বয়সের যুবক-যুবতীরা প্রকাশে অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে। শিশু
উদ্যানের ভিতরে রয়েছে বিশাল গুহা। ৩০ টাকা প্রবেশ ফি ’র বনিময়ে এই
গুহায় প্রবেশ করে কপোত-কপোতীদের অবাধ মেলা মেশার সুযোগ করে
দিচ্ছে। ফলে কিশোর বয়সের নৈতিক চরিত্র হারাচ্ছে স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা।
অপরদিকে সাধারণ দর্শনার্থীরা তাদের শিশুদের বিনোদনের জন্য শিশু উদ্যানে
নিয়ে গিয়ে এই সক অনৈতিক কর্মকান্ড দেখে কোমলমতি শিশুরা ফ্যাল ফ্যাল
চেয়ে দেখছে এসব অসামাজিক কাজ। অভিভাবক ও সাধারণ দর্শনার্থীরা
এতে বিব্রতবোধ করছেন। বিষয়টি রোধে জেলা প্রশাসন ও কর্তৃপক্ষের সু-
দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন সমাজ।