মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট মোড় থেকে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে ৩
হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে মাওয়া
কোস্টগার্ডের একটি দল।
বাংলাদেশ কোষ্টগার্ড। কন্টিজেন্ট কমান্ডার (মাওয়া) মোঃ
দেলোয়ার হোসেন জানান শিমুলিয়া ঘাট এলাকা থেকে
আমাদের একটি দল চন্দ্রের বাড়ি যাওয়ার পথে খুলনাগামি
একটি বাসের লকার থেকে ১০ বস্তা নিষিদ্ধ পলিথিন রাস্তায়
ফেলে চলেযায়। এ সময় কোন লোক এগুলো না নিতে এলে
আমাদের সন্দেহ হলে কাছে গিয়ে দেখি নিষিদ্ধ পলিথিন
রয়েছে। সাধারন হয়ত তারা আমাদের দেখে এগুলো ফেলে
পালিযে যায়। তবে গাড়িটি সনাক্ত করা যায়নি। এর ওজন ৩
হাজার কেজি। ১০টি বস্তা রয়েছে।ওই কর্মকতা আরো
বলেন পরিবেশ অধিদপ্তরের সাথে যোগাযোগ করে এগুলো
আজই পাঠিয়ে দেওয়া হবে।