সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় সড়ক দূর্ঘটনায় রাহুল (৬)
নামে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু উপজেলার সিরাজপুর
গ্রামের হোসেন আলীর ছেলে। স্থানীয় সুত্রে জানাযায়,আজ সকাল
সাড়ে ১১টায় শিশু রাহুল তার বাড়ির পাশের সুনামগঞ্জ (একশত
কিলোমিটার) সড়কে হঠাৎ রাহুলের নিথর দেহ পড়ে থাকতে দেখে
স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে
কর্তবরত ডাক্তার তাকে মৃত্য ঘোষানা করেন। কিভাবে র্দূঘটনা হল
তা কেউ বলতে পারে নি। তবে এ সড়কে দিয়ে সুনামগঞ্জে মটর
সাইকেল,সিএনজি,লেগুনা চলা চল করে ঐ যানবাহন গুলোর কোন
একটি চাপা দিয়েছে বলে ধারনা অনেকের। বিশ্বম্ভরপুর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন এ ঘটনার
সত্যতা নিশ্চত করে জানান,কোন অভিযোগ না থাকায় পরিবারের
কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।