রাষ্ট্রপতি আমাদের যে সাংবিধানিক দায়িত্ব দিয়েছেন তা নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করবো। বললেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
বৃহস্পতিবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১’র বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, আমরা আমাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবো। এজন্য সবার সহযোগিতা দরকার। কারো কোনো প্রভাবকে প্রশ্রয় দেবো না আমরা।
নুরুল হুদা বলেন, নির্বাচন কমিশন ও নির্বাচন পরিচালনার দায়িত্বটাই চ্যালেঞ্জিং। আর আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন আয়োজন করা। আমরা আশা করছি, সেটা ভালোভাবে করতে পারবো।
তিনি বলেন, আশা করি; রাজনৈতিক দলগুলো আমাদের কাজে সহযোগিতা করবে। না হলে নির্বাচন কমিশনের একার পক্ষে সবকিছু সম্ভব নয়।