শেখ হুমায়ুন হক্কানী গাইবান্ধা থেকে ঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেকাটারী গ্রামের আইয়ুব আলীকে গাইবান্ধার ডিবি পুলিশ পরিচয়ে
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাবনা বাজার থেকে তুলে নিয়ে যাওয়ার ১০
দিন অতিক্রান্ত হলেও আজ পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। এমনকি
আইন অনুযায়ী তাকে আদালতেও হাজির করা হয়নি। আইয়ুব আলীর অসহায়
স্ত্রী শিরিনা বেগম বৃহস্পতিবার গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ
সম্মেলনে তার স্বামীকে ফিরে দেয়ার দাবি জানান। এ সময় উপস্থিত আইয়ুব
আলীর ছেলে আবু রায়হান ও মেয়ে সুরাইয়া জাহান কান্নায় ভেঙ্গে পড়ে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উলেখ করা হয়, ওই গ্রামের মৃত ইয়াকুব
আলীর ছেলে আইয়ুব আলী সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাবনা বাজারস্থ
এজাহার আলী মাস্টার এর বাড়িতে ভাড়া থাকতেন। সেখানে তিনি ফারইষ্ট
ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানীতে জোনাল ইনচার্জ পদে চাকরি করেন।
গত ৭ ফেব্র“য়ারি ভাড়া বাড়িতে সাদা মাইক্রোবাসে সাদা পোশাকধারী
কয়েকজন এসে তাকে চোখ বেঁধে আটক করে নিয়ে যায়। সেসময় তার
স্ত্রী ছেলে-মেয়ে নিয়ে সুন্দরগঞ্জের নিজ বাড়িতে অবস্থান করছিল।
পরবর্তীতে স্ত্রী শিরিনা বেগম ইন্সুরেন্স কোম্পানীর কর্মকর্তার কাছ থেকে
খবর পেয়ে সিরাজগঞ্জ গিয়ে প্রত্যক্ষদর্শী এলাকাবাসির কাছ থেকে এ তথ্য
জানতে পারে। এরপর সুন্দরগঞ্জ থানা, গাইবান্ধা ডিবি অফিস, র্যাবসহ
বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর অফিসে খোঁজ করেও তার কোন সন্ধান
পাওয়া যায়নি। এব্যাপারে রায়গঞ্জ থানায় সাধারণ ডায়েরী করার জন্য গেলেও
ডিউটি অফিসার ডায়েরী না নিয়ে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে
মৌখিকভাবে জানানো হবে বলে জানান। উলেখ্য, এর আগে সুন্দরগঞ্জের
ডোমেরহাট গ্রামের ফারুক নামে এক ব্যক্তিকে তুলে নিয়ে তার দেয়া তথ্য
অনুযায়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাবনা বাজার থেকে আইয়ুব
আলীকে আটক করা হয়।
শিরিনা বেগম দাবি করেন আইয়ুব আলী যদি কোন অপরাধ করে থাকে বা
তার বিরুদ্ধে কোন গ্রেফতারি পরোয়ানা থাকে তবে আইন অনুযায়ি তাকে
অবিলম্বে আদালতে হাজির করা হোক। অন্যথায় তার স্বামীর কোন ক্ষতি হলে
সে দায়ভার সরকারকেই নিতে হবে।