কলাপাড়া, প্রতিনিধি:
জানা যায় ১ জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকি কেন্দ্র করে কিছু ছাত্রদল নেতাদের সাথে একটা তুচ্ছ ঘটনার কেন্দ্র করে, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাদল মৃধা ও উপজেলা ছাত্রদল নেতা মেহেদি হাসান প্রিন্স খলিফা, জাহিদ হাসান ও কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক শিকদার সালাহউদ্দিন কে বহিস্কার করার সিদ্ধান্ত নেয় উপজেলা বি এন পির সাধারন সম্পাদক হাজি হুমায়ুন সিকদার ও কিছু উপজেলার নেতা। তবে মাঠে এ নিয়ে ব্যাপক বিতর্কের মুখে পরে যারা বহিস্কারের সিদ্ধান্ত নেয় তারা। এবং ছাত্রদলের ও বিভিন্ন অংগ সংঠনের নেতৃবৃন্দেরর কাছে জানতে চাইলে তারা নাম না প্রকাশ করার দাবিতে বলেন। যাদের বহিস্কার করার সিদ্ধান্তত নেয় অই নেতারা তারাই হলেন এই উপজেলার শক্তিশালি ও মেধাবী ছাত্রনেতারা। এবং তারা হলেন উপজেলা বি এন পির সভাপতি ও কেন্দ্রিয় বি এন পির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন এর আস্থাভাজন ছাত্রনেতা। আরো বলেন এদের কেই সব সময় মাঠে পাওয়া যায়। যাদের কারনে ঐ সব মেধাবী ছাত্র নেতাদের বহিস্কার করার সিদ্ধান্ত নেয় তারা একাধিক নারি কেলেঙ্কারি ও চাঁদাবাজির সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তাদের, যা সবাই জানেন বলে জানা যায়।
যে সব নেতাদের বহিস্কার করার সিদ্ধান্ত নেয় তাদের কাছে জানতে চাইলে তারা বলেন আমাদের নেতা এ বি এম মোশাররফ ভাই ছাত্রদলের কেন্দ্রিয় কিংবদন্তি ছাত্রনেতা ছিলেন তার নির্বাচনি এলাকায় ছাত্রদলের গৌরব ঐতিহ্য নষ্ট হবে এমন কোন কাজ কাউকে করতে দেওয়া হবে না। তারা যত বার ই অনৈতিক ও অসংঠনিক কার্যক্রম করবে আমরা ততবারই এর প্রতিবাদ করেছি। সামনে যদি তারা অসংঠনিক কার্যক্রকম করার চেষ্টা করে তত বারই আমরা এর প্রতিবাদ করব তাতে আমাদের উপরে যে কোন বাধা জুলুম নির্যাতন মামলা হামলা করা হোক না কে আমরা তার থেকে পিছ পা হব না অই চার নেতারা আরো বলেন আমরা যদি গঠনতন্ত্র ও সংগঠন বিরোধী কোন কার্যক্রম করি তা হলে জেলা ছাত্রদলের সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লব ও সাধারন সম্পাদক মশিউর রহমান মিলন ভাই এ ব্যাপারে আমাদেরকে শোকাজ করত।যেহেতু তারা করেনি বা কারন দর্শানের নোটিশ দেয়নি তাই আমাদের বহিস্কারেরর সিদ্ধান্ত সম্পূর্ণ মিথ্যা ও ভিওিহিন ও বানোয়াট। আমাদের কে রাজনৈতিক ভাবে হেয় করার কতিপয় অসংঠনিক ব্যাক্তিরা সংবাদ প্রকাশ করে ব্যাক্তি সার্থ হাসিলের চেষ্টা করছে। তাদের অসংঠনিক কাজের কেউ যাতে প্রতিবাদ না করতে পারে তার হিন অপচেষ্টা চালাচ্ছে বলে তারা জানান।