হেলাল শেখ ,ঢাকা ঃ
রাজধানী ঢাকার নিকটবর্তী আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া চৌ-রাস্তার পাশে কাঁচা বাজারে ৩৯
কেজি ৮শ’ গ্রাম ও সমপরিমান ওজনের ২টি মিষ্টিকুমড়া বিক্রি করতে দেখা যায়।
গতকাল আশুলিয়ার জামগড়ার এক কাঁচামাল-তরকারী ব্যবসায়ী এই মিষ্টি কুমড়া ২টি এক হাজার তিন শত
(১৩০০) টাকায় ক্রয় করেছেন। ঢাকার কাওরান বাজার থেকে ক্রয় করে সৌরভ নামের বক্তি বলেন, মুন্সীগঞ্জের
গাদিরহাট এলাকায় এই জাতের অনেক মিষ্টি কুমড়ার আবাদ হয়। ওই এলাকার কৃষকরা আলুসহ অনেক তরকারির
আবাদ করেন।
রবিবার কয়েকজন কৃষক জানান, এসব মিষ্টি কুমড়া ১ থেকে ২ মণ ওজন হয়ে থাকে। কিন্তু মধ্য বয়সের সময়
বিক্রি না করলে একটি মিষ্টি কুমড়ার ওজন কমে যায় প্রায় ৪ থেকে ৫ কেজি! কৃষকরা জানান, তারা ফসল ফলান
ঠিকই কিন্তু সঠিক দাম পাচ্ছেন না। বিশেষ করে দেশের কৃষক বাঁচলে জাতি বাঁচবে। সরকার কৃষকদের
প্রতি সু’দৃষ্টি দিলে তারা ফসল আবাদ করতে আগ্রহী হবেন বলে মনে করেন অনেকেই।