অনলাইন ডেস্কঃ
শেখ কামাল ক্লাব কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে শেষ পর্যন্ত সফল্যের মুখ দেখল বাংলাদেশের ফুটবল প্রেমীরা। চট্টগ্রাম আবাহনীর হাত ধরেই প্রথম এই সাফল্য আসে। দেশের অন্য দুটি দল ঢাকা মোহামেডান ও ঢাকা আবাহনী যখন হেরেই চলছে, ঠিক তখনই জয়ের দেখা পায় তারা।
রোববার আসরের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনী ৩-১ গোলে হারিয়েছে আফগানিস্তানের শাহিন আসমাই ক্লাবকে।
চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে ম্যাচের ২৪ মিনিটে দলকে এগিয়ে দেন ওয়ালসন, অধিনায়ক মামুনুল ইসলামের পাসে বল পেয়ে।
৪০ মিনিটে বর্তমান চ্যাম্পিয়ন দলটির ব্যবধান দ্বিগুণ করেন কিংসলে। ওয়ালসনের স্কয়ার পাসে গোলমুখে জটলা থেকে বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি এই নাইজেরীয় ফরোয়ার্ড।
বিরতির পর ৫৭ মিনিটে একটি গোল করে ব্যবধান কিছুটা কমায় শাহিন আসমাই। গোলটি করেন মিডফিল্ডার নাসির।
৮২ মিনিটে জামাল ভুঁইয়ার পাসে বল পেয়ে ওয়ালসন ব্যক্তিগত দ্বিতীয় ও দলের পক্ষে তৃতীয় গোল করে জয় নিয়েই মাঠ ছাড়েন তাঁরা।