বাংলার প্রতিদিন ডটকম ঃ
বর্ধীত সভা, আজ ১৯-০২-১৭ইং তারিখ ঢাকা-১৬ আসনের অভিবাবক,গন মানুষের নেতা মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ সাহেবের বাসভবন আঙ্গীনায় ২১ শে ফেব্রয়ারী আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস উপলক্ষ্যে বর্ধীত সভার আয়োজন করা হয়। উক্ত বর্ধীত সভায় পল্লবী ও রুপনগর থানা আওয়ামীলীগ সহ সহযোগী সঙ্গঠনের সকল নেতা কর্মী উপস্থীত ছিলেন।বর্ধীত সভায় মাননীয় সাংসদ আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ এম পি সাহেব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নেতাকর্মী দের উদ্দেশ্যে নির্দেশনা মূলক বক্তব্য দেন। বর্ধীত সভায় বক্তব্য দানকালে একপর্যায় মাননীয় সাংসদ তাহার মায়ের মৃত্যুর কথা স্বরন করে একপর্যায় কান্নায় ভেঙ্গে পড়েন।এবং পরিবারের সকলের জন্য দোয়া কামনা করিয়া বর্ধীত সভার সমাপ্তি করেন।