সোনারগাঁও(নারায়ণগঞ্জ)প্রতিনিধি ঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের উটমা গ্রামের থান
কাপড় ব্যবসায়ী কামরুজ্জামানকে হত্যার হুমকী দিয়েছে বলে অভিযোগ
উঠেছে স্থানীয় ভূমিদস্যু ও সন্ত্রাসীদের বিরুদ্ধে। প্রায় ৪ কোটি
টাকার জমি সংক্রান্ত বিরোধে রোববার রাতে এ হুমকী দিয়েছে বলে
জানিয়েছেন ওই ব্যবসায়ী। এঘটনায় ব্যবসায়ী তার জীবনের নিরাপত্তা
চেয়ে সোমবার সকালে সোনারগাঁও থানায় সাধারণ ডায়েরী করেছেন।
ব্যবসায়ীর সোনারগাঁও থানায় দায়ের করা সাধারণ ডায়েরী থেকে
জানা যায়, উপজেলার উটমা গ্রামের বাসিন্দা মো. সুবেদ আলীর ছেলে
ভূলতা গাউছিয়া মার্কেটের থান কাপড় ব্যবসায়ী কামরুজ্জামানের প্রায়
৪ কোটি টাকা মূল্যের প্রায় দেড় একর জমি জাল দলিলের মাধ্যমে
পাশ্ববর্তী পাকুন্ডা গ্রামের একেএম মনির হোসেনের ছেলে এনায়েত
কবির টারজেন, কোবাগা গ্রামের সামসুল হকের ছেলে আব্দুর হাই ও
শিংলাবো গ্রামের তাহের আলীর ছেলে মাসুদ বিক্রি করে দেয়। এ নিয়ে
তাদের মধ্যে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে ব্যবসায়ী
কামরুজ্জামানকে এনায়েত কবির টারজেন,আব্দুল হাই ও মাসুদ রোববার
রাতে হত্যার হুমকী দেয়।
এ ঘটনায় ব্যবসায়ী তার জীবনের নিরাপত্তা চেয়ে সোমবার সকালে
সোনারগাঁও থানায় সাধারণ ডাইরী করেছেন। এ ঘটনায় সোনারগাঁও
থানার এএসআই আবু ইসহাক ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন।
সোনারগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু ইসহাক
বলেন, কামরুজ্জামানের পৈত্রিক সম্পত্তি জালিয়াতির মাধ্যমে বিক্রি করে
দিয়েছে অভিযুক্তরা। এ ঘটনার তর্কবিতর্কের জেরে মারধর ও প্রাণ নাশের
হুমকি দিয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানায়,
সাধারণ ডাইরীর পর ঘটনাস্থলে তদন্তে পুলিশ পাঠানো হয়েছে।