বাংলার প্রতিদিন ডটকম ঃ
মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।মঙ্গলবার প্রথম প্রহরে (রাত ১টা ২৫ মিনিট) তিনি দলের শীর্ষ নেতাদের নিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।এর আগে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা, মন্ত্রিপরিষদ সদস্যদের পর শহিদ মিনারে আসেন খালেদা জিয়া।দলীয় প্রধান শহিদ মিনারের মূল বেদিতে ওঠার আগে বিএনপির সিনিয়র নেতারা চেয়ারপারসনের জন্য অপেক্ষা করেন। পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর শহিদ মিনার ত্যাগ করেন।রাত ১০টার দিকে খালেদা জিয়া তার গুলশানের কার্যালয়ে যান। সেখানে নেতাদের সঙ্গে কিছু সময় অবস্থান শেষে শহিদ মিনারের উদ্দেশে রওনা হন। প্রথম প্রহরেই খালেদা জিয়ার গাড়িবহর শহিদ মিনারের প্রাঙ্গণে পৌঁছায়। এরপর নেতাদের নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শহিদ মিনারের বেদিতে যান।