শেখ হুমায়ুন হক্কানী গাইবান্ধা থেকে ঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শহীদ মিনারে ফুল দিতে গেলে প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের বড় বোন
আফরোজা বারীর জীপ গাড়ী ভাংচুর করে দুর্বৃত্তরা।
জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে মহান ২১শে
ফেব্র“য়ারী উপলক্ষে আ’লীগ ও অঙ্গ সংগঠনের লোকজনের সাথে প্রয়াত এমপি
মঞ্জুরুল ইসলাম লিটনের বড় বোন আফরোজা বারী উপজেলা কেন্দ্রীয় শহীদ
মিনারে ফুল দিতে যান। ফুল দেয়া শেষে নেতা-কর্মীদের সাথে পায়ে হেটে
ফেরার সময় পিছনে পিছনে আসা তার জীপ গাড়িটি (ঢাকা-মেট্রো- ঘ-
১৩-৪২৯৪) উপজেলা সড়কের শিশু নিকেতন কেজি স্কুল সংলগ্ন স্থানে
পৌঁছা মাত্রই একদল দুর্বৃত্ত গাড়িটি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
এতে গাড়িটির পেছনের গাস ভাংচুর হয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গেলে
দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পুলিশ থানা ছাত্রলীগ অফিসে তলাশি চালিয়ে
গাছের ঠেকসহ বাঁশের লাঠি-সোটা উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এব্যাপারে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান,
ঘটনাটি শুনেছি। এব্যাপারে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে
ব্যবস্থা নেয়া হবে।