চান, মিয়া, ছাতক (সুনামগঞ্জ)::
সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য ও
যাতায়াত ব্যবস্থার উন্নয়ন হলে এলাকাও সমাজের উন্নয়ন ঘটে।
এলক্ষ্যকে সামনে নিয়ে আ’লীগ সরকার এই এলাকাসহ ছাতক-
দোয়ারার প্রতিটি গ্রামে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।
এভাবে বৃহত্তর কুর্শী গ্রামে ৪টি প্রাথমিক বিদ্যালয় থাকলেও
এখানে মাধ্যমিক শিক্ষার কোন সূযোগ নেই। এখানে একটি
হাইস্কুল করার সরকারের দায়িত্ব ছিল। কিন্তু সরকারের একাজটিকে
সাফল্যের সাথে বাস্তবায়ন করেছেন প্রবাসী সূরুজ আলী
মুজাহিদ। তিনি বলেন, এখন রাজনীতিতে অনেক আগাছা বেড়ে
উঠছে। ফসলের ফল ভোগ করতে হলে অবশ্যই এসব আগাছা নির্মূল
করতে হবে। তিনি সিরাজগঞ্জ-আলীগঞ্জ রাস্তা উন্নয়ন ও কুর্শী
গ্রাম শীঘ্রই বিদ্যুতায়িত করার আশ্বাস দেন। এমপি মানিক
বুধবার ছাতকের দোলারবাজার ইউনিয়নের কুর্শী সালেহা খাতুন
উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনও টেকনিক্যাল কলেজের ভিত্তি
প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে
এসব কথা বলেন। বিদ্যালয় প্রতিষ্টাতা পৃষ্টপোষক ও জার্মান
আ’লীগের সহ-সভাপতি শিল্পপতি সূরুজ আলী মুজাহিদের
সভাপতিত্বে বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় বিশেষ
অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আ’লীগের সাধারণ
সম্পাদক ব্যারিষ্টার এম. এনামুল কবির ইমন, বগুড়া-৬ আসনের
সাবেক এমপি আসাদুর খন্দকার লাইজু, জার্মান নাগরিক ড.
মুরাদ চিল, দেওয়ান আশফাক নাহেদ গাজী, যুক্তরাজ্যের স্যান্ডারল্যান্ড
ইন্টারন্যাশনাল সেন্টার ইউকের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ খালিদ
মিয়া অলিদ, ঢাকার শিল্পপতি আব্দুল আজিজ শান্তু, শিল্পপতি সৈয়দ
আলী আহমদ, শিল্পপতি হল্যান্ড প্রবাসী ফয়ছল আহমদ, উপজেলা ভাইস
চেয়ারম্যান আবু সাহাদাত মো. লাহিন, যুক্তরাজ্য প্রবাসী
বিশিষ্ট গীতিকার সৈয়দ দুলাল আহমদ, জগন্নাথপুরের সৈয়দপুর-
সাহারপাড়া ইউপি চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী তৈয়ব মিয়া
কামালী, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ,
সিলেট জজ কোর্টের এপিপি এড. শামীম হোসেন, ইউপি
চেয়ারম্যান বিল্লাল আহমদ, মাষ্টার আওলাদ হোসেন, শায়েস্তা মিয়া,
মুরাদ হোসেন, সিলেটস্থ ছাতক সমিতির সাধারন সম্পাদক
আফজাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল
রায়। দোলারবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শামীম
আহমদের পরিচালনায় অনুষ্টিত সভার শুরুতে ক্বোরআন তেলাওয়াত
করেন কারী খলিলুর রহমান। সভায় উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা
দবিরুল ইসলাম, গিয়াস উদ্দিন, পীর মোহাম্মদ আলী মিলন, আবুল
হাসনাত, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহফুজ বাবলু,
ইউপি সদস্য সাজিল হোসেন বাবুল, সফিক আলী, সাবেক
মেম্বার গৌছ খান, মনির উদ্দিন, হায়দার আলী রাজু, আব্দুল হক
তালুকদার, স্কুলের প্রধান শিক্ষক আবুল বাশার ওসমান গণি, পুস্তক
প্রকাশকও বিক্রেতা সমিতি সুনামগঞ্জ জেলা শাখার সদস্য ও
বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল ছালিক মিলন তালুকদার, ওয়াতির
আলী, নূরুল হক, সূরুজ আলী জয়নাল, নজির আহমদ, আফরোজ
আলী, তোফায়েল আহমদ আনা, মাস্টার সফিকুর রহমান, মাষ্টার
আনোয়ার হোসেন, মাষ্টার আবু বকর শাহিন, আ’লীগ নেতা
জামাল উদ্দিন, যুবলীগ ফারুক আহমদ, নাজিম উদ্দিন, ছাত্রলীগ
নেতা শাহ মওদুদ আহমদ, আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ
স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের
নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। পরে এক
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।