অনলাইন ডেস্কঃ সাবেক এমপি আবদুল কাদের খান সাংসদ লিটন খুনের মূল পরিকল্পনাকারী। তার ইচ্ছা ছিল লিটনকে যদি সরিয়ে দেয়া যায়, তাহলে তার পথ পরিস্কার হবে।পরবর্তীতে সহজেই এমপি হতে পারবেন কাদের। জানালেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। বুধবার বিকেলে চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুলিশ সমাবেশে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন আইজিপি। এসময় সিএমপি কমিশনার ইকবাল বাহারও তার সঙ্গে ছিলেন।আইজিপি বলেন, বিন্দুমাত্র সন্দেহ নেই, আমরা যাদের শনাক্ত করেছি তারাই লিটনকে খুন করেছে এবং খুনের পরিকল্পনা করেছে।গেলো ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামে নিজ বাড়িতে গুলি করে হত্যা করা হয় লিটনকে।এসময় আইজিপি আরো বলেন, মাহমুদা খান মিতু হত্যার মূল পরিকল্পনাকারী মুসাকে আমরা খুঁজছি। তাকে ধরতে পারলে হত্যার অনেক রহস্য উৎঘাটন হবে। বাবুল আক্তারের ভূমিকাটাও পরিষ্কার হবে। চেষ্টা করবো নিদিষ্ট সময় পর্যন্ত যদি মুসাকে পাওয়া না যায় তাহলে মুসাকে বাদ দিয়ে অথবা অনুপস্থিত দেখিয়ে মিতু হত্যার চার্জশিট দেয়া হবে । তিনি বলেন, বাবুল আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তার করার মতো কোনো অভিযোগ পুলিশের কাছে নেই । যদি গ্রেপ্তার করার মতো অভিযোগ পাওয়া যায়, তাহলে বাবুলকে গ্রেপ্তার করা হবে।
আর/