বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে আগামীকাল বৃহস্পতিবার টুঙ্গিপাড়া যাচ্ছে কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ বলেন, প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) পাঁচ কমিশনার কাল সকাল ৭টায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন।
সদ্য বিদায়ী নির্বাচন কমিশনার আবদুল মোবারক এককভাবে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে ১৫ ফেব্রুয়ারি শপথ নিয়েই কর্মস্থলে যোগ দেয় নতুন কমিশন।
পরের দিন নির্বাচন কমিশনাররা সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে কাজ শুরু করেন। একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতিও শ্রদ্ধা জানায় বর্তমান কমিশন।
বাসস/