প্রথমবারের মত ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের কৃষ্টপুর ইক্ষু খামার
মাঠে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে।
বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী
বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। ২৫ ফেব্র“য়ারি (শনিবার)
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটবে।
জানা গেছে, জেলার ৫ উপজেলা সহ বিভিন্ন এলাকা থেকে
তাবলীগ জামায়াতের প্রায় ৬০ হাজার মুসল্লি ইজতেমায় যোগ
দিয়েছেন। এছাড়াও ভারতের কলকাতা থেকে ৮ সদস্যের একটি
মুসল্লি দল যোগ দিয়েছেন ইজতেমায়।
ঠাকুরগাওয়ের পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, ইজতেমা
ময়দানে মুসল্লিদের নিরাপত্তায় সার্বিক প্রস্তুতি নেওয়া
হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে সে জন্য
আমরা সতর্ক রয়েছি।
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি :