চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ) থেকে:
ছাতকে জাউয়া বাজার এলাকায় পুলিশের অভিযানে মদ
ও গাজা ব্যবসায়ি পুরুষ মহিলাকে মালামালসহ
আটক করা হয়েছে। ২৩ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টায়
এদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো,
জাউয়াবাজার ইউনিয়নের লক্ষণসোম (মাঝপাড়া)
গ্রামের মনু মিয়ার পুত্র জুয়েল মিয়া (২৫) ও
সিংচাপইড় ইউনিয়নের জিয়াপুর গ্রামের মৃত
তোতা মিয়ার স্ত্রী রেজিয়া বেগম (৩৮)। গোপন
সংবাদের ভিত্তিতে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের
ইনচার্জ এসআই আবু আফসার ভূইয়ার নেতৃত্বে
পরিচালিত পৃথক দু’টি অভিযানে এএসআই
মাহবুব, এএসআই সমীরন, এএসআই সাইফুল ও
এএসআই মাফিজ অংশ গ্রহন করেন। অভিযানে
আটককৃত জুয়েলের লক্ষণসোম গ্রামের বসত ঘর
থেকে ২লিটার চোলাই মদ উদ্ধার এবং জিয়াপুর
গ্রামের রেজিয়া বেগমের বসত ঘর থেকে কেজি
গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এসআই
আবু আফসার ভূইয়া জানান, গ্রেফতারকৃতরা
দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল।
এদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান
তিনি।