বাংলার প্রতিদিন ডট কম ঃ
গ্যাসের দাম বাড়ানো যৌক্তিক। দাম বৃদ্ধিতে অর্থনীতিতে কোনো বিরূপ প্রভাব পড়বে না। বললেন জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গ্যাসের দাম বাড়নোর একদিন পর এসব কথা বলেন তিনি। নসরুল হামিদ বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে বিইআরসি এ প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সব ধরনের গ্যাসের দাম ২২.৭ শতাংশ হারে বাড়িয়েছে। বাসা-বাড়িতে ১ মার্চ থেকে ১ চুলা ৭৫০ টাকা ও দু’ চুলা ৮শ’ টাকা এবং ১ জুন থেকে ১ চুলা ৯শ’ টাকা ও দু’ চুলা ৯৫০ টাকা করা হয়েছে। এছাড়া সিএনজি প্রতি ঘনমিটার ১ মার্চ থেকে ৩৮ টাকা ও ১ জুন থেকে ৪০ টাকা করা হয়েছে। বাণিজ্যিক বিদ্যুৎ প্রতি ইউনিট ১ মার্চ থেকে ১৪.২০ টাকা ও ১ জুন থেকে ১৭.০৪ টাকা করা হয়েছে।