অনলাইন ডেস্ক ;
দুই দফায় গ্যাসের দাম ২২ দশমিক ৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত। সিএনজিসহ প্রায় সকল গ্রাহকেরই গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এক চুলা ১ মার্চ থেকে ৭৫০টাকা, ১ জুনে ৯০০টাকা এবং দুই চুলা ১ মার্চে ৮০০ ও ১ জুনে ৯৫০টাকা। সিএনজি প্রতি ঘনমিটার ১ মার্চে ৩৮ ও ১ জুনে ৪০টাকা। বাণিজ্যিক ইউনিট ১ মার্চে ১৪ দশমিক ২০ ও ১ জুনে ১৭ দশমিক ০৪টাকা। বৃহস্পতিবার বিকেলে গ্যাসের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত হয়।
এর আগে গ্যাসের দাম বাড়ানো নিয়ে সংশ্লিষ্ট সকল বিতরণ কোম্পানীর প্রস্তাবের উপরে গণ শুনানি অনুষ্ঠিত হয়েছে। সেসব শুনানিতে গ্যাসের দাম না বাড়ানোর পক্ষে নানা যুক্তি উপস্থাপন করা হয়েছিলো। এমনকি বিইআরসি কারিগরি কমিটি এই প্রস্তাবের পর্যালোচনা করে সংশ্লিষ্ট কোম্পানীগুলোর লাভ হচ্ছে বলে জানিয়ে ছিলেন।
শুনানি শেষে বিইআরসি আবাসিক খাতে দুই চুলার জন্য ১ হাজার এবং এক চুলার জন্য ৮০০ টাকা প্রস্তাব করে। আর যানবাহনে ব্যবহৃত সিএনজির দাম প্রতি ঘনমিটার ৪০ টাকা প্রস্তাব করে।
বর্তমানে আবাসিকে দুই চুলার জন্য ৬৫০ ও এক চুলার জন্য ৬০০ টাকা দিতে হয়। ২০১৫ সালের ১ সেপ্টেম্বর থেকে বর্ধিত এই দাম কার্যকর করে বিইআরসি। আগে দুই চুলার জন্য ৪৫০ টাকা এক চুলার জন্য ৪০০ টাকা দেয়া হতো।