বাংলার প্রতিদিন ডট কম ঃ
সিলেটে ছাত্রলীগ নেতা বদরুল আলমের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় সাক্ষ্য দিতে আদালতে হাজির হয়েছেন খাদিজা বেগম নার্গিস।রোববার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে হাজির হন খাদিজা। হত্যাচেষ্টার মামলার প্রধান সাক্ষী হিসেবে আজ রোববার আদালতে জবানবন্দি দেবেন খাদিজা।গেলো বছরের ৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজাকে নির্মমভাবে কোপায় ছাত্রলীগ নেতা বদরুল আলম। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকার স্কয়ার হাসপাতালে প্রায় দু’মাস চিকিৎসা দেয়ার পর ২৮ নভেম্বর সাভারের সিআরপিতে স্থানান্তর করা হয় খাদিজাকে। পরে সেখানে চিকিৎসা শেষে শুক্রবার সিলেটের নিজ বাড়িতে ফেরেন খাদিজা।