আব্দুর রহিম পলাশ চাঁপাইনবাবগঞ্জ ঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষক মাঠদিবসে রাইস ট্রান্সপ্লান্টারের প্রদর্শনী
অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় সাংবাদিক একেএম.জিলানীর সভাপতিত্বে
মাঠদিবসে নাচোল পৌর এলাকা মুরাদপুর মৌজার সূর্যপুর মোড়ের কৃষক
তোফিকুল ইসলামের জমিতে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসময় রাইস
ট্রান্সপ্লান্টারের দ্বারা বোরো বীজ চারা রোপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের
উপ-পরিচালক মঞ্জুরুল হুদা। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষি
অফিসার সত্যেণ কুমার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম,
উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, ও সাইদুর রহমান। উল্লেখ্য,
খামার যান্ত্রিকিকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি(২য় পর্যায়)’র লক্ষ্যে রাইস
ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বীজচারা রোপনে ও এ যন্ত্র ক্রয়ে সরকার কৃষকদের মাঝে
৫০% ভর্তুকী প্রদানের বিষয়টি অবহিত করার লক্ষ্যে এ মাঠ দিবসের আয়োজন করা
হয়।