অনলাইন ডেস্কঃ
সদ্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের আসনে (সুনামগঞ্জ-২ উপনির্বাচন) আওয়ামী লীগের মনোনয়ন পেলেন তার স্ত্রী জয়া সেনগুপ্ত। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পেলেন আঞ্জুম সুলতানা সিমা। এছাড়া নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে মনোয়ন পেয়েছেন আব্দুল মতিন ভুঁইয়া।রোববার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে মনোনীতদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গেলো ৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত মারা যান। তার মৃত্যুতে সুনামগঞ্জ-২ আসন শূন্য হলে, ভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। মেয়াদ শেষ হওয়ায় কুমিল্লা সিটি করপোরেশনের ভোটগ্রহণের তফসিল ঘোষণা করা হয়।এছাড়া নরসিংদী জেলাপরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আসাদুজ্জামান ইন্তেকাল করায়, সেখানে নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।