রামগঞ্জ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউপির
খোদ্দনগর গ্রামের সৌদি প্রবাসী শাহাদাত হোসেন মন্টুর
নতুন বাড়িতে সোমবার রাতে ৮/১০ জনের মুখোশ পরিহিত
অস্ত্রধারী ডাকাত দল দালানের দরজা ভেঙ্গে প্রবেশ করে। এ সময়ে
ডাকাত দল ১ভরি ওজনের স্বনের চেইন,নগদ ১৫শত টাকাসহ ৩টি
মোবাইল সেট হাতিয়ে নেয়। সঙ্গবদ্ধ ডাকাত দলে চলে যাওয়ার
সময়ে গ্রামবাসি-দাওয়া- পাল্টা দাওয়ায় ডাকাতের গুলিতে দুলাল
হোসেন,প্রবাসী শাহাদাত হোসেন,গৃহবধূ স্বপ্না বেগম
আহত হয়। গুলিবিদ্ধ দুলাল হোসেনকে উদ্ধার করে গ্রামবাসি
প্রথমে চাটখিল,পরে মাইজদী হাসপাতালে ভর্তি করে। ওই
হাসপাতালের ডাক্তার রোগীর অবস্থা আশংকা হওয়ায় তাকে ঢাকা
মেডিকেল হাসপাতালে রেফার করছে। দুলালের স্বজনেরা জানান তার
অবস্থা আশংকা জনক।