সোনারগাঁও(নারায়ণগঞ্জ)প্রতিনিধি ঃ পাওনা টাকা
চাইতে গিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পঞ্চমীঘাট এলাকায়
গতকাল মঙ্গলবার এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা
চালিয়েছেন প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এ ঘটনায় থানায় একটি লিখিত
অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগে ওই ব্যবসায়ী উল্লেখ করেছেন, উপজেলার সাদীপুর
ইউনিয়নের নানাখী দক্ষিণপাড়া গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে
ব্যবসায়ী জামাল হোসেন একই গ্রামের চাঁন মিয়ার ছেলে হোসেন
আলীকে পঞ্চাশ হাজার টাকা ধার দেন। গতকাল দুপুরে ব্যবসায়ী জামাল
হোসেন তার পাওনা টাকা হোসেন আলীর কাছে চাইতে গেলে তাদের দুজনের
মধ্যে বাক বিতন্ডতা হয়। এর জের ধরে হোসেন আলী, শরাফত আলী, মঞ্জুর আলী,
জয়নাল আবেদীন, নাসির উদ্দিন সহ ৮/১০ জনের এক দল সঙ্গবদ্ধ সন্ত্রাসী
বাহিনী রামদা, ছোরা, লোহার রড় ও হকিস্টিক সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে
হামলা চালিয়ে ব্যবসায়ী জামাল হোসেন এর উপর হামলা চালিয়ে তাকে
কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে। মারাত্মক আহত অবস্থায়
তাকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে
এলাকাবাসী। তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক উন্নত সেবার
জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পঞ্চমীঘাট এলাকার কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, ব্যবসায়ী জামাল হোসেন
পঞ্চমীঘাট বাজার থেকে রিক্সাযোগে অলিপুরার বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা
হলে হোসেন আলী, মঞ্জুর আলীর নেতৃত্বে কয়েকজন লোক আতর্কিতভাবে
হামলা চালিয়ে তার মাথায় ও শরিরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যার চেষ্টা
চালায়। তার আত্মচিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা
তাকে ফেলে রেখে পালিয়ে যায়।
সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিকদের সাথে আলাপকালে
ব্যবসায়ী জামাল হোসেন বলেন, পাওনা টাকা চাওয়ার পর সন্ত্রাসী হোসেন
আলী ও মঞ্জুর আলী আমাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে।
এদিকে হোসেন আলী ও মঞ্জুর আলীর সাথে যোগাযোগ করা হলে তাদের
বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন তারা।
সোনারগাঁও থানার (ওসি) মঞ্জুর কাদের বলেন, ব্যবসায়ীকে কুপিয়ে আহত
করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে
পুলিশ পাঠানো হয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান
চালাচ্ছে।