শরিফুল ইসলাম নড়াইল প্রতিনিধি ঃ
নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে প্রথমবারের মতো ১র্মাচ পালন করা হলো
‘পুলিশ মেমোরিয়াল ডে’। জেলা পুলিশের আয়োজনে কর্মসূচির মধ্যে ছিল
শ্রদ্ধাঞ্জলি নিবেদন, স্মরণ সভা ও সম্মাননা প্রদান।
বুধবার (১মার্চ) দুপুরে নড়াইল পুলিশ লাইনের সম্মেলন কক্ষে কর্মসূচির শুরুতে
অস্থায়ী বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
শ্রদ্ধাঞ্জলি শেষে ১৯৭৬ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় কর্মরত
অবস্থায় মৃত্যুবরণকারী নড়াইলের পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া
ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এরপর সম্মেলন কক্ষে সম্মাননা অনুষ্ঠানে নিহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে
সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল
ইসলাম। এসময় নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম, সহকারি
পুলিশ সুপার মেহেদি হাসানসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগন, পুলিশ
সদস্য ও নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
মৃত্যুবরণকারী ও নিহত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন ১২/০৩/১৭ তারিখে বগুড়ায়
হাইওয়ে পুলিশে ডিউটিরত অবস্থায় ট্রাকের চাপায় নিহত কালিয়ার বাকা
গ্রামের কনষ্টেবল মোঃ রবিউল ইসলাম, ১৬/০৮/০৭ তারিখে বাগেরহাটের মংলায়
ডিউটিরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত লোহাগড়ার ঘাঘা গ্রামের এসআই
বিএম আশরাফ উদ্দিন, ০১/০৭/১০ তারিখে খুলনায় কেএমপিতে ডিউটিরত অবস্থায়
ট্রাকের চাপায় নিহত নড়াইল সদর উপজেলার রাজাপুর গ্রামের সার্জেন্ট মোঃ
মনিরুজ্জামান, ০৮/০১/১২ তারিখে কুষ্টিয়ায় ডিউটিরত অবস্থায় মৃত্যুবরণকারী
লোহাগড়ার দিঘলিয়া গ্রামের কনষ্টেবল আহাদুজ্জামান, ১২/০৪/১২ তারিখে ঢাকার
শেরে বাংলা নগর থানায় কর্মরত অবস্থায় ট্রাকের ধাক্কায় নিহত লোহাগড়া উপজেলার
নলদী ইউনিয়নের হলদাহ গ্রামের এএসআই বেলায়েত হোসেন, ৩১/০১/১৩ তারিখে
যশোরের মনিরামপুর থানায় কর্মরত অবস্থায় হরতালের ডিউটিকালে হার্টএ্যাটাকে
মৃত্যুবরণকারী লোহাগড়া উপজেলার দিঘলিয়া গ্রামের কনষ্টেবল কাজী জহুরুল হক,
খুলনায় কর্মরতকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত লোহাগড়ার কুমড়ি গ্রামের
কনষ্টেবল মফিজুর রহমান, ২৮/০৩/১৪ সালে ঝিনাইদহে ডিউটিকালে গাড়ী চাপায়
নিহত নড়াগাতী থানার ঘড়িডাঙ্গা গ্রামের কনষ্টেবল ইব্রাহিম মোল্যা, ১০/০২/১৫
তারিখে শিবচর মাওয়াঘাটে ডিউটিরত অবস্থায় স্ট্রোক করে মৃত্যুবরণকারী
লোহাগড়ার মাধবহাটী গামের কনষ্টেবল আঃ সবুর মোল্যা, ১৪/০৪/৯৫ তারিখে
নীলফামারীতে ট্রাংলরীর ধাক্কায় নিহত সদর উপজেলার পাইকমারী গ্রামের কনষ্টেবল মোঃ
নান্নু মিয়া, ২৬/১২/৭৬ সালে ফকিরাছড়ির বিলাইছড়ি ক্যাম্পে শান্তিবাহিনীর
আক্রমনে নিহত লোহাগড়ার রামকান্তপুর গ্রামের কনষ্টেবল মোঃ সওকত হোসেন।