বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কবে হবে জাতীয় নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩ মোরেলগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে প্রশাসনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন তারেক রহমান দেশে ফিরবেন কখন, যা বললেন মির্জা ফখরুল গুম-খুনে আর জড়াবে না র‍্যাব : মহাপরিচালক শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম সমর্থন করে না ভারতের মোদি সরকার সোনারগাঁয়ে দুটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন পাঁচবিবিতে জনবল সংকট ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে ক্যারিবিয়ান জয়ের পর তাসকিন-তাইজুল যা বললেন

গ্যাসের দাম কমাতে হবে,জনগণের দাবি : ফখরুল

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭
  • ২৪৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন,‘দেশে এমন কিছু হয়নি যে গ্যাসের দাম বাড়াতে হবে। গ্যাসের দাম কোনোভাবেই বাড়ানো যাবে না। এটা গণবিরোধী ও অযৌক্তিক। তাই গ্যাসের দাম কমাতে হবে।’

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন প্রাঙ্গণে অবস্থান কর্মসূচিতে তিনি একথা বলেন।

আন্দোলন কর্মসূচির বাইরে থাকা দলীয় ও জাতীয় ইস্যুতে কয়েকবছর ধরে রাপজথে সভা সামবেশ করার অনুমতি পায়নি। যে কারণে ঘরোয়াভাবে এসব কর্মসূচি পালন করে দলটি।

গত বৃহস্পতিবার গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা আসে এনার্জি রেগুলেটরি কমিশনের পক্ষ থেকে। এরই মধ্যে ১ মার্চ থেকে কার্যকর হয়েছে বাড়তি দাম। আগামী ১ জুন থেকে দ্বিতীয় দফায় দাম বাড়ানোর ঘোষণা আসলেও উচ্চ আদালত সে নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন।

গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা আসার পর পর বিএনপি এর সমালোচনা করেন। গত মঙ্গলবার রাজধানীতে বাম দলগুলোর আধাবেলা হরতালে সমর্থনও দেয় বিএনপি। সবশেষ দলের পক্ষ থেকে ঢাকাসহ সারাদেশে দুই ঘণ্টার অবস্থান প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার গণবিরোধী ও অযৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে। গ্যাস কোম্পানিগুলো এ থেকে ব্যবসা করছে। এই সরকারকে জনগণের কাছে কোনো জবাব দিতে হয় না। এ কারণে তারা এই অগণতান্ত্রিক সিদ্ধান্তগুলো নিচ্ছে।’

বিএনপি নেতা বলেন,‘এই সরকার জনগণের সরকার না। তারা নতজানু হয়ে বিভিন্ন চুক্তি করছে। এগুলো বাংলাদেশের মানুষের পক্ষে না, বিপক্ষে যাচ্ছে।’

নির্বাচন প্রসঙ্গেও ফখরুল বলেন, ‘বিএনপি ও খালেদা জিয়াকে বাদ দিয়ে কোনোভাবেই নির্বাচন এ দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। জনগণ তা প্রতিহত করবে।’ তিনি বলেন, ‘এখনই জেগে ওঠার সময়। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ, নির্দলীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এই সরকারকে বাধ্য করব।’

পরিবহন ধর্মঘটকে সরকারের সাজানো ‘নাটক’ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আপনারা দেখেছেন গতকাল ও পরশু কি নাটক তারা দেখালো। সরকারের মন্ত্রী উসকানি দিয়ে একটা ধর্মঘট করে জনগণকে যেমন কষ্ট দিয়েছেন, তেমনি একজন শ্রমিকেরও মৃত্যু হয়েছে। এই সরকার প্রতিটি ক্ষেত্রে জনজীবন দুর্বিষহ করে তুলেছে।’

মির্জা ফখরুল বলেন,‘ আমাদের রাজনৈতিক অধিকার, কথা বলার ক্ষমতা ও গণতান্ত্রিক পরিসর সংকুচিত করে ফেলেছে সরকার। আমাদের কথা বলতে দেওয়া হয় না, সভা করতে দেওয়া হয় না। আমরা সোহরাওয়ার্দী উদ্যান ও পার্টি অফিসের সামনে সভা করতে চেয়েছি, আমাদের অনুমতি দেওয়া হয়নি। বিভিন্ন জেলার সম্মেলন করতে দেওয়া হয় না।’

অবস্থান কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ‍আহমেদ।

কর্মসূচিতে অংশ নেন- দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, এ জেড এম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, আব্দুল আউয়াল মিণ্টো, আব্দুল মান্নান, আহমেদ আযম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, এমরান সালেহ প্রিন্স, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফুদ্দিন উজ্জ্বল,যুবদলের সভাপতি সাইফুল ইলাম নীরব,সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন প্রমুখ।

নির্ধারিত সময় সকাল দশটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলসহ জড়ো হয়।

কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা সরকারবিরোধী নানা স্লোগান দেয়। তারা অবিলম্বে সরকারের কাছে গ্যাসের মূল্য কমানোর দাবি করেন।

এদিকে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য সভাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451