সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হাওরে বিল সেচে মাছ নিধন
বন্ধদের দাবীতে গনমিছিল করেছে তাহিরপুর উপজেলা বাসী। এ
উপলক্ষে গতকাল বিকালে শুক্রবার উপজেলা সদর বাজারে উপজেলা
আ,লীগের কৃষি বিষয়ক সম্পাদক খেলু মিয়ার নেতৃত্বে বিক্ষোব
মিছিল টি বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে মধ্য বাজারে
এক প্রতিবাদ সভায় মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন, মহিলা মেম্বার
অর্চনা রানী,বাচ্ছু মেম্বার,গোলসান মিয়া,বাদল
মিয়া,মোহাম্মদ আলী,সালাম প্রমুখ। পরে উপজেলা নির্বাহী
কর্মকর্তার কায্যালয়ে গিয়ে হাওরে বিল সেচে মাছ নিধন না করার
দাবী জানান।