আমিনুল ইসলাম বুলবুলের কথা হয়তো অনেকেরই মনে আছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও অভিষেক টেস্টের এই সেঞ্চুরিয়ান এখন সপরিবারে অস্ট্রেলিয়া প্রবাসী। পরিবার নিয়ে থাকছেন মেলবোর্নে।
তবে ক্রিকেটকে একেবারেই ছেড়ে দেননি বুলবুল। এখন তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে যুক্ত। পেশা হিসেবে নিয়েছেন কোচিংকে।
বাবার দেখানো পথ ধরে বুলবলের ছোট ছেলে মাহদী ইসলামও ক্রিকেটে এসেছে। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার রাজ্য দলের অনূর্ধ্ব-১৩ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছে সে। তার নেতৃত্বেই অস্ট্রেলিয়া জুনিয়র ইনডোর ক্রিকেট ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশ নেবে ভিক্টোরিয়া অনূর্ধ্ব-১৩ দল।
এ ব্যাপালে বুলবুল তাঁর নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘আমার ছোট ছেলে মাহদী ইসলাম ভিক্টোরিয়া দলের (অনূর্ধ্ব-১৩) অধিনায়ক নির্বাচিত হয়েছে। তার জন্য সবাই দোয়া করবেন।’
কুইন্সল্যান্ডের ম্যাকায়ে অনুষ্ঠেয় অস্ট্রেলিয়ার জুনিয়র ইনডোর ক্রিকেট ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে খেলবে ভিক্টোরিয়া। আগামী জুলাইতে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে খেলবে অস্ট্রেলিয়ার উদীয়মান প্রায় ৭০০ ক্রিকেটার।
এই টুর্নামেন্টে অংশ নেবে ৭৫টি দল। এই আসর থেকে উঠে এসেছেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। এদের মধ্যে আছেন অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায় স্টিভেন স্মিথ, অ্যারন ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েলের মতো ক্রিকেটারও।