শেখ হুমায়ুন হক্কানী গাইবান্ধা থেকে ঃ ‘মানুষ ভজলে সোনার মানুষ
হবি’ এই শোগানে গাইবান্ধায় লালন উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে
শনিবার লালন উৎসব উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর
আয়োজন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল শোভাযাত্রা, চিত্রাংকন ও লালনগীতি
প্রতিযোগিতা, আলোচনা, পুরস্কার বিতরণী ও লালনগীতি পরিবেশনা।
গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে সকালে উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট
সংগীত শিল্পী শাহ মশিউর রহমান। আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, দিনাজপুর
সরকারি কলেজের সহযোগি অধ্যাপক ড. মাসুদুল হক, লালন উৎসব উদযাপন
পরিষদের আহবায়ক চুনি ইসলাম, সদস্য সচিব মোদাচ্ছেরুজ্জামান মিলু
প্রমুখ। শেষে লালনগীতি পরিবেশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।