তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলার বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক প্রভাষক হাসিবুর
রহমানের শিশু পুত্র শেখ সাবিত হাসান দুরাগ্যো ব্যধিতে আক্রান্ত হয়ে ঢাকার ইবনে
সিনা হাসপাতালে দীর্ঘ দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। তার উন্নত
চিকিৎসার জন্য রবিবার ভারতে নিয়ে যাওয়া হবে।
শনিবার বিকালে খেশরা ইউনিয়নের মুড়াগাছা গ্রামে উপজেলার বিএনপির বিভিন্ন
সংগঠনের নেতৃবৃন্দ সাবিত হাসান দেখতে যান ও তার দ্রুত সুস্থ্যতা ও দোয়া কামনা
করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়,সাধারণ
সম্পাদক উপাধাক্ষ্য শফিকুল ইসলাম,বিএনপি নেতা শেখ জিল্লুর রহমান,প্রভাষক মোশারফ
হোসেন,মির্জা আতিয়ার রহমান,সাবেক ইউপি চেয়ারম্যান এসএম লিয়াকত হোসেন,
প্রভাষক আবু সাইদ,আমিনুর রহমান,ময়নুল মাষ্টার,যুবদলের সভাপতি হাফিজুর
রহমান,রফিকুল ইসলাম,আব্দুল আলিম,আব্দুল ছাত্তার,শেখ অলিউর রহমান,মজিবার
রহমান,আবুল কালাম,মধু,কামরুল,সরজিৎ,ছাত্রনেতা মেহেদী হাসান,শহিনুর রহমান প্রমুখ
উপস্থিত ছিলেন।