অনলাইন রিপোর্ট :
২০ বছরের পুরোনো মেয়াদউত্তীর্ণ গণপরিবহন বন্ধে অভিযান শুরু হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি), বিআরটিএ, ডিএমপি ও জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করবে।
রোববার সকাল ১০টায় ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন নগর ভবনের সামনে থেকে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।গেলো ১৫ ফেব্রুয়ারি নগরভবনে বিআরটিএ, ডিএমপি ও জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় ডিএসসিসি মেয়র এ সিদ্ধান্ত নেন।
প্রাথমিকভাবে আজিমপুর, গুলিস্তান, মতিঝিল, পল্টন ও পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকায় অভিযান পরিচালনা করা হবে বলে সিদ্ধান্ত হয় ওই সভায়।আইন অনুযায়ী গাড়ি চালকদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম অষ্টম শ্রেণি। এবারের অভিযানে চালকের শিক্ষাগত যোগ্যতাও যাচাই করা হবে।