অনলাইন ডেস্কঃ
চার ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার প্রতিবাদে আজও কাজে যোগ দেননি বগুড়া মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা।রোববার সকালে কর্মসূচির সমর্থনে তারা হাসপাতালের সামনে মানবন্ধন করেন।
একই ইস্যুতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন, রংপুর মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। মিছিল-মানবন্ধন হয় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে। বরিশাল শেরে-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে কাজে যোগ দেননি শিক্ষানবিশ চিকিৎসকরা। রাজশাহী মেডিক্যাল কলেজ এবং সিলেট ওসমানী মেডিক্যাল কলেজেও কর্মবিরতি চলছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজেও ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেছেন। কর্মবিরতির কারণে এসব হাসপাতালে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে।