প্লাবন গুপ্ত শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
“নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা বদলে যাবে বিশ্ব, কর্মের নতুন মাত্রা”
বিষয়ক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বুধবার
আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে ও
বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও পল্লী শ্রী’র সহযোগিতায় সকালে
উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি পৌর শহর
প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
র্যালী শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা
নির্বাহী কর্মকর্তা মো. এহেতেশাম রেজা। এতে বক্তব্য রাখেন উপজেলা
পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদির বাবু, সমাজ সেবা কর্মকর্তা
আক্তারুজ্জামান, মহিলা বিষয়ক দপ্তরের ক্রেডিট সুপার ভাইজার আমিনুল
ইসলাম, ইউপি চেয়ারম্যান মানিক রতন ও মামুনুর রশিদ, বেসরকারি সংস্থা
পল্লী শ্রী’র সুপার ভাইজার কৃষ্ণা রবিদাস প্রমূখ। এতে সরকারি
কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও পৌরসভাসহ ৭টি ইউনিয়নের
শতাধিক নারী অংশ নেন।