স্পোর্টস ডেস্কঃ
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ৩৬১ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে মুশফিকদের সংগ্রহ ১৩৩ রান। ওপেনার সৌম্য সরকার ৬৫ ও অধিনায়ক মুশফিকুর রহিম ১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।
সৌম্যকে নিয়ে ওপেনিং পার্টনারশিপে ১০০ রান করে দলীয় ১১৮ রানে প্যাভিলিয়নে ফেরেন তামিম। সাজঘরে ফেরার আগে ব্যক্তিগত ৫৭ করেন তিনি। তামিম ফেরার আগে সৌম্য নিজেও ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি করেন। ৩ নম্বরে নেমে মমিনুল ১৭ বলে ৭ রান করে পেরেরার বলে আউট হন।
বুধবার প্রথম ইনিংসে ৪৯৪ রানের পাহাড় গড়ে অলআউট হন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। বাংলাদেশের হয়ে ৪ উইকেট পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। এছাড়া দু’টি উইকেট নিয়েছেন মুস্তাফিজ। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন, শুভাশিষ ও সাকিব।
শ্রীলঙ্কার পক্ষে কুশল মেন্ডিস করেছেন ব্যক্তিগতভাবে ১৯৪ রান। এছাড়া নিরোশান দিকওয়েলা, অসিলা গুনারাত্নে ও দিলরুয়ান পেরেরা অর্ধশত রান করেছেন।
সংক্ষিপ্ত স্কোর:শ্রীলঙ্কা: ৪৯৪
বাংলাদেশ: ১৩৩/২