গোলাম সারোয়ার,নওগাঁ প্রতিনিধি : নওগাঁ পত্নীতলায় পারিবারিক জেরে ফরিদা বেগম (২৩) নামে এক গৃহবধুকে
শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনারপর থেকে গৃহবধুর স্বামী (৩২) পলাতক রয়েছে বলে পুলিশ
জানিয়েছে।
বাবলু বিশ্বাস পত্নীতলা উপজেলার নজিপুর পৌর এলাকার মাহমুদপুর দক্ষিণ পাড়ার মৃত শুকুর উদ্দীনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বছর দুই’য়েক আগে বাবলু বিশ্বাসের সাথে ফরিদা বেগমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন
পর থেকে পারিবারিক কলহের জের শুরু হয়। কলহের জেরে ধরে বেশ কয়েকবার পারিবারিক বৈঠকও অনুষ্ঠিত হয়।
এর মধ্যে ৫ মাস আগে একটি সন্তানও হয় ফরিদা বেগমের । গত বৃহস্পতিবার প্রতিদিনের মতো খাওয়া-দাওয়া শেষে শুয়ে
পরে। শুক্রবার সকালে বাবলু বিশ্বাস ও ফরিদা বেগমকে বাড়ীতে দেখতে না পেয়ে প্রতিবেশিরা এগিয়ে আসে ঘর বন্ধ
দেখতে পায়। সকাল ৯ টার দিকে ঘর খুলে বিছানার উপর ফরিদা বেগমের মৃতদেহ দেখতে পায়ে পুলিশে সংবাদ দেয় ।
পত্নীতলা থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে
নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, নিহতের গলায় কালো দাগ পাওয়া গেছে। সেখান থেকে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে ফরিদা
বেগমকে শ্বাসরোধে হত্যা করে তার স্বামী বাবলু বিশ্বাস পালিয়ে গেছে। বাবলু বিশ্বাসকে গ্রেফতার করা সম্ভব হলে মৃত্যুর
সঠিক কারণ উৎঘাটন করা সম্ভব হবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে |