তালা প্রতিনিধি:
“দুর্যোগের প্রস্তুতি সারাক্ষণ,আনবে টেকসই উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে
রেখে শুক্রবার (১০ মার্চ) সকালে সাতক্ষীরার তালায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
হয়েছে। দিবসটি উপলক্ষ্যে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে ও আশ্রয় ফাউন্ডেশনের
সহযোগিতায় উপশহরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় তালা উপজেলা পরিষদের
চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন, তালা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান হাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস
চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম,
মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ
আতিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ অহিদুল ইসলাম, সমাজসেবা
কর্মকর্তা অধীর কুমার গাইন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার
প্রভাস কুমার দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, বিআরডিবি কর্মকর্তা
মোঃ আরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, জাহাঙ্গীর আলম, গণেশ
দেনসাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আনন্দ মোহন হালদার, সাধারণ
সম্পাদক মুকুন্দ রায়, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম,
উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমানসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা,
এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি,সাংবাদিক,শিক্ষকসহ প্রাথমিক ও মাধ্যমিক
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।