মোঃ রুহুল আমীন, আত্রাই:
“ দুর্যোগের প্রস্তুতি সারাক্ষণ, আনবে টেকসই উন্নয়ন ” এই
স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে নওগাঁর আত্রাইয়ে
পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের
সামনে থেকে উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব), এসি ল্যান্ড
জয়া মারীয়া পেরেরার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালি শেষে উপজেলা আম চত্বরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনার উপ-সহকারী
প্রকৌশলী মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান মোঃ আক্কাশ আলী,
ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তা, সাংবাদিক মোঃ রুহুল আমীন
প্রমুখ বক্তব্য রাখেন।