রামগঞ্জ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ইছাপুর ইউপির ওয়ার্ড মেম্বার বিলালসহ
ওই ইউপি আ’লীগের ১০ নেতা কর্মির বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা
মামলা প্রত্যাহার দাবী করে সংবাদ সম্মেলণ করেন নারায়ান পুর
ওয়ার্ড আ’লীগ।
গতকাল শুক্রবার দুপুরে পৌর শহরস্থ সাংবাদিক ইউনিটি কার্যালয়ে
ইউপি আ’লীগের ওয়ার্ড সভাপতি বশির আহম্মদের সভাপতিত্বে
মেম্বার বিলাল হোসেন ও আ’লীগের নেতা খোরশেদ আলম, ছলেমান,
সোহাগ,নাছিরসহ ১০ জন নেতা কর্মির বিরুদ্ধে দায়েরকৃত
মিথ্যা মামলা প্রত্যাহার দাবী করে বক্তব্য রাখেন ইউপি আ’লীগের
প্রচার সম্পাদক আজিজুর রহমান, মোহাম্মদ খোকন, কামাল
হোসেন, আজাদ হোসেন প্রমূখ।
বক্তরা বলেন গত শুক্রবার রাত সাড়ে দশটায় উপজেলা ফকিরপুর গ্রামের
মনির হোসেনের স্ত্রী রাতের আধাঁরে নারায়নপুর গ্রামের খেজুর
চাষীর ছলেমানের রস চোরি করে। ওই সময়ে গ্রামবাসি রস সহ
মনির হোসেনের স্ত্রীকে আটক করে। আটককৃত আনোয়ারা
বেগম এক পর্যায়ে জবর দস্তি করে খেজুর চাষী ছলেমানের মাথায়
লাঠি দিয়ে আঘাত করে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ
সময়ে তার পরনের কাঁপড়ের আঁছল মাটিতে পড়ে যায়। গ্রামের
যুবকেরা ওই সময়ে মোবাইলে আনোয়ারা বেগমের দৌড়ানো দৃশ্য
ধারণ করে।
ওই রাতে কাউনিয়া বাজারে মাছিমপুর ও নারায়নপুর ওয়ার্ডে
সাধারন মানুষ আনোয়ার বেগমের সুস্থ বিচার দাবী করছে।
পরিস্থিতি শান্ত করতে মাছিমপুর ও নারায়নপুর ইউপি মেম্বার
বিলালও খিজির আহম্মদের উপস্থিত আহত গ্রামবাসি খেজুর
চাষীর ছলেমানকে চিকিৎসা খরছ বাবদ ২০ হাজার টাকা ধার্য
করেন।
ঘটনার ৬ দিন পরেই মেম্বার বিলাল হোসেনসহ আ’লীগের
রাজনৈতিক প্রতিপক্ষরা ভিডিও ধারনকৃত আনোয়ারাকে দাওয়ার
ধারন ফেস বুকে ছড়িঁয়ে দেয়।
ওই ঘটনার জের ধরে পুলিশ আনোয়ারা শ্বামী মনির হোসেনকে
বাদী করে থানায় মামলা রুজু করে। ওই মামলায় দু’জনকে আটক
করছে পুলিশ।